অবৈধ সম্পর্ক 🖤বা প্রেমকে ♥️ভুলতে চান........

অবৈধ সম্পর্ক 🖤বা প্রেমকে ♥️ভুলতে চান --
না না এটা ফেক বা আয়ুর্বেদিক  ট্রিটমেন না,,
এটা হলো প্রাক্টিক্যাল আল্লাহ প্রদত্ত নীতি।
               

১) গান বাজনা শুনা বন্ধ করুন।কারন প্রেমের গান কাম বাসনা জাগায়। ব্যর্থতার গান অতীতকে মনে করিয়ে দিবে ফলে কষ্ট ভুলতে পারবেন না।

২) অশ্লীল মুভি,নাটক থেকে নিজেকে সরিয়ে রাখুন।
৩) বিছানায় শুয়ে কোন মেয়ের সাথে কথা বলবেননা। বিজ্ঞান বলে এ সময় অবেগ বেশি কাজ করে।এবং নিজেকে একজন সাধারণ ব্যাক্তি ভাবুন ,, unique বা hero দের মতো চলাফেরা বন্ধ করুন।
৪) নামাজ পড়ুন নিয়মিত।এতে আপনাকে মানসিক ভাবে ঠিক রাখতে সাহায্য করবে ,এবং emotional মাইন্ড থেকে practical মাইন্ড রাখতে ubdate করবে। আপনাকে অযুর মাধ্যমে পবিত্র রাখবে,তাছাড়া নামাজ মানুষকে অশ্লীলতা থেকে বিরত রাখে।

৫) একাকী থাকবেন না রুমে। কাজের মধ্যে থাকুন। কারন কাজহীন জীবন পাপের আবাস

৬) নিয়মিত কোরান হাদীস পড়ুন। জ্ঞানচর্চা করুন।
৭) নিজের ক্যারিয়ার নিয়ে ভাবুন। কিভাবে আরো  ভালো করা যায় তা চিন্তা করুন।
৮) মাদকে জড়াবেন না। এটা আপনাকে আরো ধ্বংস করবে। তার চেয়ে ভাল কেউ আপনার জন্য অপেক্ষা করছে সেটা ভাববেন।

৯) বাবা মা বোন ভাই, ভাল বন্ধুর সাথে যোগাযোগ রাখুন। মনের কথা খুলে বলুন। এখানে একটা বিষয়  বলি , খারাপ বন্ধুদের সঙ্গে ঘুরবেন না, এটা অনেক গুরুত্বপূর্ণ।
১০) ভুল করেও আবেগের প্রেমিকার সাথে যোগাযোগ রাখবেন না। একবারেই ব্লক করে দিন। পারলে নতুন কাউকে বিয়ে করে ফেলুন। তার সাথে সময়টা এনজয় করুন।

    Note- যে ব্যক্তি আল্লাহর জন্য খারাপ কাজ ত্যাগ করে , আল্লাহর তার চাইতে উত্তম কিছু অপেক্ষা রাখে ,, ।
Past is past, everything is lost, so newly. এবং আপনি এখন কোন জায়গায় আছেন সেটা গুরুত্বপূর্ণ নয়, ভবিষ্যতে আপনি নিজেকে কোথায় নিয়ে যাবেন ,সেটাই গুরুত্বপূর্ণ   -Bilal philipsh
---------------------------------------------------------
লেখেছেন- A.R ARIB  এবং কিছু edit.(s.ansari)  (জাজাকাল্লাহ খায়ের).