‘আমি নিজের মতো বাঁচতে চাই’
.
নিজের মতো বাঁচার চিন্তা আজ প্রচুর মুসলিম যুবক এবং যুবতীরা করে। এবং তারা সেই পথে এগিয়ে চলেছে। তাদের মস্তিষ্কটা আমাদের মত নয়, বরং বেদ্বীন, সেক্যুলার এবং কাফিরদের মতো করে ভাবে, চিন্তা করে।
.
‘My Life, My style’, বোকার মতো এরকমটা আমিও বেশি ভাবতাম স্কুলের শেষের দুই বছরের সময়টাতে। নতুন নতুন Social Media ব্যবহার করা অবুঝ এক আবেগী কিশোর ছিলাম। HSC পরীক্ষা দেওয়ার কয়েকমাস পর আল্লাহ্ সুবহানাহু ওয়া তা‘আলা হিদায়াহ দান করেন, আলহামদু লিল্লাহ্। তখন বুঝলাম ইসলাম মানে কি, আর মুসলিম মানে কি।
.
ইসলাম মানে আল্লাহ্ আযযা ওয়া জাল্লার কাছে আত্মসম্পর্ণ করা, আর যে তা করে, সে হয় মুসলিম/মুসলিমাহ। অর্থাৎ আল্লাহ্ আযযা ওয়া জাল্লার কাছে আত্মসমর্পণকারী/আত্মসমর্পনকারিণী।
.
মুসলিম হলে আর সেচ্ছাচারী জীবন-যাপন করা যায় না। তখন আর ‘My Life, My Way’ বলা যায় না। তখন বলতে হয় ‘My Life, Allah’s Way’. ইসলাম স্রেফ কোন আনুষ্ঠানিকতার ধর্ম নয়। বরং তাওহীদ, সলাত, যাকাত, হাজ্জ এবং সিয়াম, এই পাঁচটি স্তম্ভের ওপর ভিত্তি করে গড়ে ওঠা একটা ‘পরিপূর্ণ জীবনব্যবস্থা’। কোন ক্ষেত্রেই নিজের মতো চলা যায় না। কিছু ক্ষেত্রে চয়েস আছে, তবে সেটা সীমানার মধ্যে থেকে।
.
কাজেই মুসলিম কখনো সেচ্ছাচারী হয় না। সেচ্ছাচারী হলে তাকে দুনিয়াতে আল্লাহ্ আযযা ওয়া জাল্লা কিছুকাল সুযোগ দিতে পারেন, কিন্তু মূল জীবন, অর্থাৎ আখিরাত তার জন্য ভয়াবহ। রসূলুল্লাহ্ (সল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, “জান্নাত দুঃখ-কষ্ট ও শ্রমসাধ্য বিষয় দ্বারা ঘেরা এবং জাহান্নাম কু-প্রবৃত্তি ও লোভ-লালসা দ্বারা ঘেরা।” (তিরমিযি, ২৫৫৯)
.
আর যে সেচ্ছাচারী হয় না, মুসলিম হয়, তাকে আল্লাহ্ সুবহানাহু ওয়া তা‘আলা দুনিয়াতেও পবিত্র জীবন দান করেন, আর আখিরাতেও তাকে দান করেন জান্নাত।
.
مَنْ عَمِلَ صٰلِحًا مِّن ذَكَرٍ أَوْ أُنثٰى وَهُوَ مُؤْمِنٌ فَلَنُحْيِيَنَّهُۥ حَيٰوةً طَيِّبَةً ۖ وَلَنَجْزِيَنَّهُمْ أَجْرَهُم بِأَحْسَنِ مَا كَانُوا يَعْمَلُونَ
.
“পুরুষ আর নারীদের মধ্যে যে কেউ সৎকাজ করবে আর সে মু’মিনও, তাকে আমরা অবশ্য অবশ্যই পবিত্র জীবন দান করব আর তাদেরকে অবশ্য অবশ্যই তারা যা করে তার চেয়ে উত্তম প্রতিফল দান করব।” (সূরাহ আন-নাহ্ল, আয়াত : ৯৭)
.
এবার Choice আপনার। আল্লাহ্ সুবহানাহু ওয়া তা‘আলা আমাদেরকে সেচ্ছাচারী না হয়ে মুসলিম হবার তাওফীক দান করুক। (আমীন)
▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂ ---copied by ওহী(fb)
.
নিজের মতো বাঁচার চিন্তা আজ প্রচুর মুসলিম যুবক এবং যুবতীরা করে। এবং তারা সেই পথে এগিয়ে চলেছে। তাদের মস্তিষ্কটা আমাদের মত নয়, বরং বেদ্বীন, সেক্যুলার এবং কাফিরদের মতো করে ভাবে, চিন্তা করে।
.
‘My Life, My style’, বোকার মতো এরকমটা আমিও বেশি ভাবতাম স্কুলের শেষের দুই বছরের সময়টাতে। নতুন নতুন Social Media ব্যবহার করা অবুঝ এক আবেগী কিশোর ছিলাম। HSC পরীক্ষা দেওয়ার কয়েকমাস পর আল্লাহ্ সুবহানাহু ওয়া তা‘আলা হিদায়াহ দান করেন, আলহামদু লিল্লাহ্। তখন বুঝলাম ইসলাম মানে কি, আর মুসলিম মানে কি।
.
ইসলাম মানে আল্লাহ্ আযযা ওয়া জাল্লার কাছে আত্মসম্পর্ণ করা, আর যে তা করে, সে হয় মুসলিম/মুসলিমাহ। অর্থাৎ আল্লাহ্ আযযা ওয়া জাল্লার কাছে আত্মসমর্পণকারী/আত্মসমর্পনকারিণী।
.
মুসলিম হলে আর সেচ্ছাচারী জীবন-যাপন করা যায় না। তখন আর ‘My Life, My Way’ বলা যায় না। তখন বলতে হয় ‘My Life, Allah’s Way’. ইসলাম স্রেফ কোন আনুষ্ঠানিকতার ধর্ম নয়। বরং তাওহীদ, সলাত, যাকাত, হাজ্জ এবং সিয়াম, এই পাঁচটি স্তম্ভের ওপর ভিত্তি করে গড়ে ওঠা একটা ‘পরিপূর্ণ জীবনব্যবস্থা’। কোন ক্ষেত্রেই নিজের মতো চলা যায় না। কিছু ক্ষেত্রে চয়েস আছে, তবে সেটা সীমানার মধ্যে থেকে।
.
কাজেই মুসলিম কখনো সেচ্ছাচারী হয় না। সেচ্ছাচারী হলে তাকে দুনিয়াতে আল্লাহ্ আযযা ওয়া জাল্লা কিছুকাল সুযোগ দিতে পারেন, কিন্তু মূল জীবন, অর্থাৎ আখিরাত তার জন্য ভয়াবহ। রসূলুল্লাহ্ (সল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, “জান্নাত দুঃখ-কষ্ট ও শ্রমসাধ্য বিষয় দ্বারা ঘেরা এবং জাহান্নাম কু-প্রবৃত্তি ও লোভ-লালসা দ্বারা ঘেরা।” (তিরমিযি, ২৫৫৯)
.
আর যে সেচ্ছাচারী হয় না, মুসলিম হয়, তাকে আল্লাহ্ সুবহানাহু ওয়া তা‘আলা দুনিয়াতেও পবিত্র জীবন দান করেন, আর আখিরাতেও তাকে দান করেন জান্নাত।
.
مَنْ عَمِلَ صٰلِحًا مِّن ذَكَرٍ أَوْ أُنثٰى وَهُوَ مُؤْمِنٌ فَلَنُحْيِيَنَّهُۥ حَيٰوةً طَيِّبَةً ۖ وَلَنَجْزِيَنَّهُمْ أَجْرَهُم بِأَحْسَنِ مَا كَانُوا يَعْمَلُونَ
.
“পুরুষ আর নারীদের মধ্যে যে কেউ সৎকাজ করবে আর সে মু’মিনও, তাকে আমরা অবশ্য অবশ্যই পবিত্র জীবন দান করব আর তাদেরকে অবশ্য অবশ্যই তারা যা করে তার চেয়ে উত্তম প্রতিফল দান করব।” (সূরাহ আন-নাহ্ল, আয়াত : ৯৭)
.
এবার Choice আপনার। আল্লাহ্ সুবহানাহু ওয়া তা‘আলা আমাদেরকে সেচ্ছাচারী না হয়ে মুসলিম হবার তাওফীক দান করুক। (আমীন)
▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂ ---copied by ওহী(fb)