আমরা দুনিয়া নিয়ে খুব চমৎকার সব পরিকল্পনা করি। গ্র্যাজুয়েশন শেষ করে....

আমরা দুনিয়া নিয়ে খুব চমৎকার সব পরিকল্পনা করি। গ্র্যাজুয়েশন শেষ করে চাকরী করবো, বিয়ে করবো, ভালোভাবে জীবন যাপন করবো। কিছু টাকা জমলে একটা ব্যবসা শুরু করবো, সন্তানদের মানুষ করবো ইত্যাদি। দুনিয়া নিয়ে আমাদের বিভিন্ন প্ল্যান। আচ্ছা দুনিয়া নিয়ে আমরা যেমনটা ভাবি আখিরাত নিয়ে কি ততটা ভাবি? আপনাকে যদি জিজ্ঞেস করা হয় আখিরাত নিয়ে আপনার প্ল্যান কী? বলতে পারবেন? মনে হয়না পারবেন। এমনকি আমরা যারা নিজেদের প্র্যাকটিসিং মুসলিম বলে দাবি করি তাদের বেশিরভাগের পরিকল্পনাই দুনিয়া কেন্দ্রিক। হ্যাঁ, আমরা দ্বীনটাকেও পাশে রাখি তবে তা দুনিয়াকে সিকিউর করার পর। যে দ্বীন পালনে আমাদের দুনিয়াবি কোনো ঝামেলা হয়না আমরা সেই দ্বীনটাই পালন করতে চাই। অথচ হওয়ার কথা ছিলো উল্টো।

আমাদের এই দৃষ্টিভঙ্গি পাল্টানো উচিত। আমাদের প্রায়োরিটি লিস্টে সবার আগে থাকবে আখিরাত। আখিরাতের সাথে দুনিয়াবি কোনো কিছু সাংঘর্ষিক হলে দুনিয়াকে বাদ দিতে হবে। এই দ্বীন কোনো হেলাফেলা করার দ্বীন নয়। বহুকষ্টে আমরা এই দ্বীন পেয়েছি। সামান্য দুনিয়ার জন্য যেন আমরা দ্বীনকে বিক্রি করে না দেই! ভালোভাবে জীবন যাপন করবো। কিছু টাকা জমলে একটা ব্যবসা শুরু করবো, সন্তানদের মানুষ করবো ইত্যাদি। দুনিয়া নিয়ে আমাদের বিভিন্ন প্ল্যান। আচ্ছা দুনিয়া নিয়ে আমরা যেমনটা ভাবি আখিরাত নিয়ে কি ততটা ভাবি? আপনাকে যদি জিজ্ঞেস করা হয় আখিরাত নিয়ে আপনার প্ল্যান কী? বলতে পারবেন? মনে হয়না পারবেন। এমনকি আমরা যারা নিজেদের প্র্যাকটিসিং মুসলিম বলে দাবি করি তাদের বেশিরভাগের পরিকল্পনাই দুনিয়া কেন্দ্রিক। হ্যাঁ, আমরা দ্বীনটাকেও পাশে রাখি তবে তা দুনিয়াকে সিকিউর করার পর। যে দ্বীন পালনে আমাদের দুনিয়াবি কোনো ঝামেলা হয়না আমরা সেই দ্বীনটাই পালন করতে চাই। অথচ হওয়ার কথা ছিলো উল্টো।

আমাদের এই দৃষ্টিভঙ্গি পাল্টানো উচিত। আমাদের প্রায়োরিটি লিস্টে সবার আগে থাকবে আখিরাত। আখিরাতের সাথে দুনিয়াবি কোনো কিছু সাংঘর্ষিক হলে দুনিয়াকে বাদ দিতে হবে। এই দ্বীন কোনো হেলাফেলা করার দ্বীন নয়। বহুকষ্টে আমরা এই দ্বীন পেয়েছি। সামান্য দুনিয়ার জন্য যেন আমরা দ্বীনকে বিক্রি করে না দেই!
---------------------------------------------------------
                      --copied