(১) ফজরে উঠতে পারি নি। আজকে আর বাকী ৪ ওয়াক্ত পড়ে কী হবে?

(১) ফজরে উঠতে পারি নি। আজকে আর বাকী ৪ ওয়াক্ত পড়ে কী হবে? এরচেয়ে কালকে ফজর থেকে নতুন করে শুরু করবো।
.
(২) এই যে সূদ-ঘুষ খাই, এগুলো খারাপ জানি। একেবারে হাজ্জ করে এসে সব ছেড়ে দেবো।
.
(৩) শালীনভাবে চলা আমাদের দরকার - এটা মানি। কিন্তু এখন বিভিন্ন কারণে পারি না। যখন পর্দা ধরবো, তখন একেবারে বোরকা-হিজাব-নিক্বাব করবো।
.
(৪) একটু-আধটু প্রেম-ভালোবাসা খারাপ না। বিয়ের পরে স্ত্রীর প্রতি সৎ থাকলেই তো হলো।
.
(৫) হিজাব তো করি। দুই/একটা প্রোগ্রামে শুধু হিজাব করি না। ক্লোজ বন্ধু-আত্মীয়দের বিয়ে তো, তাই।
.
(৬) মুখের উপরে মামাতো বোন, ফুফাতো বোন, খালাতো বোনদের গায়েরে মাহরাম কিভাবে বলি? এতদিন একসাথে বড় হয়েছি। পিঠাপিঠি বয়স। আমি তো আসলে বোনের মতো দেখি ওদের।
.
(৭) জন্মের পর থেকেই মামী-চাচীদের কাছে মানুষ। উনারা আমার মায়ের মতো। উনাদের সাথে দেখা না দিলে মানুষ কী বলবে?
.
(৮) বিয়ে তো জীবনে একবারই করতেছি। একটু মজা করে (হারাম বিষয়াদিসহ) না করলে কি হয়?
__________
.
লিস্ট লম্বা করতে চাইলে সাচ্ছন্দে করা যাবে।
আল্লাহ (সুব’হানাহু ওয়া তা’আলা) শাইত্বানের ওয়াসওয়াসা এবং নাফসের তৈরী নিজস্ব যুক্তি থেকে হিফাজত করুক।
.
“নিশ্চয়ই আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দ্বীন হলো ইসলাম।” [আলে ইমরান, আয়াত ১৯]
.
“.....তবে কি তোমরা কিতাবের কিছু অংশ বিশ্বাস করো এবং কিছু অংশ অবিশ্বাস করো? যারা এমন করে, পার্থিব জীবনে দূগর্তি ছাড়া তাদের আর কোনই পথ নেই। ক্বিয়ামাতের দিন তাদের কঠোরতম শাস্তির দিকে পৌঁছে দেয়া হবে। আল্লাহ তোমাদের কাজ-কর্ম সম্পর্কে গাফিল নন।” [আল-বাক্বারা, আয়াত ৮৫]
▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂.
                                 --copied