আখলাক ও ব্যবহার


অনুচ্ছেদ ২৩ টি
‘কিয়াম’ বৈধ কি ?ক্লাসরুমে শিক্ষক প্রবেশ করলে ছাত্রদের দাঁড়িয়ে সন্মান প্রদর্শন করা বৈধ কি?রহিম যদি করিমকে বিশ্বস্ত ও নির্ভরযোগ্য মনে করে অথচ করিম তার বিপরীত হয়, তাহলে রহিমকে সতর্ক করা কি জরুরি? নাকি তা গীবতের পর্যায়ভুক্ত হবে?দাঁড়িয়ে প্রস্রাব করা কি আদৌ বৈধ নয়?খবরের কাগজ বিছিয়ে খাওয়া, তা দিয়ে প্রস্রাব পায়খানা পরিষ্কার করা, তার উপ বসা বা পা দেওয়া বৈধ কি?হাতের ইশারায় সালাম দেয়া কি বৈধ?অনেকে শ্রদ্ধাভাজনের পা ছুঁয়ে সালাম করে, তা কি বৈধ?অনেকে সালাম করার সময় মাথা নত করে, তা কি বৈধ?সালামের পর কি শ্রদ্ধাভাজনের হাতে বা কপালে চুমু কি জায়েয?অবৈধ কাজে কি পিতামাতার অনুগত্য করা জায়েয ?পিতামাতা যদি জিহাদে যেতে বাধা দেয় তবে তাদের কথা মানা কি বৈধও?পিতামাতা মারা যাওয়ার পর তাদের আত্মার কল্যাণের জন্য কি কি করা যায়?সাহাবাগনের চরিত্রে অভিনয় করা বৈধ কি?কাউকে উদ্বুদ্ধ করতে হাত তালি দেয়া বৈধ কি?অমুসলিম আয়া রেখে তার উপর সন্তানের লালন পালনের দায়িত্ব দেওয়া কি বৈধ?ট্রাফিক আইন মেনে চলা কি জরুরি। বিশেষ করে সিগনালের বাতি যখন লাল থাকে এবং অপর দিকে কোন গাড়ি না থাকে, তখনও কি তা মানা জরুরি?‘ধূমপান নিষেধ’ লেখা সত্বেও অনেকে তা পালন করে না। সরকারীভাবে তা নিষেধ করা হলে সে নির্দেশ অমান্য করার জন্য ধূমপায়ী কি গোনাহগার হবে না?নিজের জায়গা ছেড়ে কোন সন্মানিতকে বসতে দেওয়া কি ইসলামে আদবের পর্যায়ভুক্ত?কিবলার দিকে মুখ করে পেশাব পায়খানা করা নিষেধ জানি, কিন্তু সে দিকে থুথু ফেলাও কি নিষেধ? কিবলার দিকে থুথু ফেলা নিষেধ হওয়ার ব্যাপারটা কি নামাযের মধ্যে সীমিত নয়?যে নামে আত্নপ্রশংসা হয়, সে নাম রাখা বৈধ নয়। তাহলে ‘ইয়াযুদ্দীন, মুহিউদ্দিন, নাসিরুদ্দিন ইত্যাদি নাম রাখা বৈধ কি?লোকের ভয়ে সত্য গোপন করা অথবা সত্যের অপলাপ করা বৈধ কি?শোনা যায়, জুম্মার দিন সফর করতে নেই। --- এ কথা কি ঠিক?‘দেশ প্রেম ইমানের অংশ কথাটি কি ঠিক?