অনুচ্ছেদ ১৪ টিগান-বাজনা শোনা বৈধ কি? সেই সমস্ত টি,ভি সিরিজ দেখা বৈধ কি? যাতে অর্ধনগ্না নারীদেহ প্রদর্শন হয়?গজল গাওয়া ও শোনা কি বৈধ?বিয়ে ও ঈদের সময় ‘দুফ’ বাজিয়ে ছোট ছোট মেয়েরা বৈধ গীত গাইতে পারে। অন্য খুশীর উপলক্ষ্যেও কি অনুরূপ দুফ বাজিয়ে গীত গাওয়া যায়?বাজানা হারাম। কিন্তু হারিয়ে যাওয়ার ভয়ে গরু ছাগলের গলায় ঘণ্টা বাঁধা বৈধ কি?তাস ও দাবা খেলা বৈধ কি?কিছু লোক তর্কের উপর বাজি রাখে এবং তা বৈধ মনে করে থাকে, আসলেই কি তা বৈধ ?প্রতিযোগিতায় বিতরিত পুরষ্কার গ্রহণ করা বৈধ কি?পকেমোন খেলা বৈধ কি?কুস্তি খেলা বৈধ কি?ষাঁড় লড়াই খেলা কি বৈধ?মুষ্টিযুদ্ধ খেলা বৈধ কি?লটারির টিকিট কেনা কি বৈধ? তার পুরস্কারের অর্থ কি হালাল? কোন জন কল্যাণমূলক প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য কি লটারির খেলা ছাড়া যায়?বেবিফুট খেলা বৈধ কি?হাফ প্যান্ট পরে ব্যায়াম চর্চা করা বা খেলা বৈধ কি? এমন চর্চাকারীকে দর্শন করাই বা কি?