ছবি-মূর্তি


অনুচ্ছেদ ৮ টি
প্রাণীর ছবি ও মূর্তি কেবল সৌন্দর্য বর্ধনের জন্য ঘরে স্থাপন করা বৈধ কি?যে লেবাসে কোন প্রাণীর ছবি থাকে সে লেবাস পরা বৈধ কি?ফটোগ্রাফের বা ক্যামেরার ছবিও কি হারাম?ভিডিওর ছবিও কি জায়েয নয়?বাচ্চাদের খেলনা পুতুলের ব্যপারে বিধান কি?স্কুলের ছবি অঙ্কন বিষয়ক ক্লাসে প্রাণীর ছবি আঁকতে আদেশ করা হয়। সে ক্ষেত্রে ছাত্র ছাত্রীরা কি করতে পারে?মূর্তি বা পুতুল তৈরির কারখানায় চাকরি করা বৈধ কি?ছবি আঁকলে বা মূর্তি বানালে তা আল্লাহর সৃষ্টির সাথে টেক্কা দেওয়া হয়। কিন্তু আল্লাহর সৃষ্টি বাজ, পায়রা প্রভৃতি পাখিকে মমি করে বাড়িতে সাজিয়ে রাখলে দোষ আছে কি? যেহেতু তা ত মূর্তি নয়।