কসম ও নযর


অনুচ্ছেদ ১১ টিনযর মানলে কি মহান আল্লাহ আশা পূরণ করে দেন?কেউ যদি অবৈধ বা শিরক নযর মেনে থাকে, তাহলে জানার পরে নযর পালন করার আগে সে কি করতে পারে?মসজিদের নামে নযর মেনে মাদ্রাসায় দেয়া যাবে কি?কসম ভঙ্গের কাফফারা খাদ্য বা বস্ত্রের বিনিময়ে টাকা দিলে আদায় হবে কি না?কাফফারা কিভাবে আদায় করা যাবে?বিভিন্ন সময়ে একাধিকবার করা কসম ভঙ্গ করলে একবার কাফফারা দিলে হবে কি?গায়রুল্লাহ নামে কসম খাওয়ার বিধান কি?আল্লাহ ছাড়া অন্য কিছুর কসম খাওয়া জায়েজ নয়। কুরআনের কসম খাওয়া জায়েজ কি?আল্লাহর সাথে চুক্তি করে নযর মানা কি?সউদি আসার আগে আমি মানত করেছি, দেশে ফিরে গিয়ে অমুক মাজারে একটি খাসি দেব। এখন জানতে পারছি যে, আল্লাহ ছাড়া অন্য কারো নামে মানত করা শিরক। এখন আমি কি করতে পারি?আমি কসম করে তা ভেঙ্গে ফেলেছি। এখন তার কাফফারায় তিনটি রোজা রাখলে যথেষ্ট হবে কি?