● নিজের দুঃখের কথা সবাইকে বলবেন না।

আমার জীবন থেকে কিছু শিক্ষা আজ বলি,

● নিজের দুঃখের কথা সবাইকে বলবেন না।

● দুঃখের কথা শেয়ার করার দ্বারা আপনার নামে সমালোচনার সুযোগ আপনিই করে দিলেন।

● আপনাকে নিয়ে যেন কেউ সমালোচনা না করে সেই কথা পরিষ্কার ভাবে বলে দিবেন।

● নিজের গুনাহের কথা কাউকে বলবেন না।গুনাহের কৈফিয়ত কাউকে দিবেন না। শুধু মাত্র আল্লাহকে বলবেন,উনার কাছে মাফ চাইবেন, উনাকেই কৈফিয়ত দিবেন।

● কেউ গুনাহের কথা মনে করিয়ে দিলে কড়া ভাবে বলবেন,আল্লাহর সাথে গুনাহ করেছেন,উনার কাছেই তওবা করবেন,কেউ যেন সেই গুনাহের চর্চা করে গীবতের মত কাজ না করে।

● প্রতিটা গুনাহের জন্য প্রতিদিন মাফ চাইবেন তওবা করবেন।

● প্রতিদিন ইস্তিখারার মত দুয়া করবেন। প্রতিদিন আল্লাহর সাথে কথা বলবেন দুয়ার মাধ্যমে, আপনি যা চান তা যদি মঙ্গলজনক হয় তবে যেন উপযুক্ত সময় বুঝে আপনাকে দেন।এবং আপনাকে সেই কাজের লায়েক বানিয়ে দেন।

● প্রতিদিন জীবন লক্ষ্যর নিয়ত রিনিউ করবেন।যা করতে চান তা যেন দুনিয়ার জন্য না হয়। আল্লাহর সন্তুষ্টির নিয়ত হলে খুব দ্রুতই কবুল হয় আলহামদুলিল্লাহ্।

● সবক্ষেত্রে বিশেষ করে ঝগড়া বিবাদ,তর্ক ইত্যাদিতে চুপ থাকার চেষ্টা করবেন।

● কেউ উপদেশ দিলে, মন মত না হলেও হাসি মুখে সব মেনে নিবেন।পালন করা না করা আপনার বিষয়।

● জীবন সংগী এবং বন্ধু,খুব বিবেচনা করে, সময় নিয়ে খুঁজবেন।

● নিজের যে কোনো হালতে মন থেকে সন্তুষ্ট থাকবেন
সর্বশেষ একটা নাসিহাহ।

সবার সবকিছু একসাথে হয়না,বাবার বাড়ি সাপোর্টিভ হলে শশুড় বাড়িতে ঝামেলা থাকবে। স্বামী ভাল হলে সন্তান ভাল হবেনা বা সন্তান ভাল হলে স্বামী ভাল হবেনা। বা সবই ভাল কিন্তু মা বাবার সাথে সম্পর্ক ভাল না, বা সবই আছে অথচ ইনকাম নাই।

মানে আপনার একটা না একটা কষ্ট থাকবেই। হাসিখুশি থাকবেন,
শোকর ও সবরের সাথে থাকবেন।
----------------------------------------------------------
লিখেছেন: যাইনাব আল-গাযী
                     --copied