আমরা একেক জন একেক লাইফ স্ট্যাইলে বড় হয়েছি। কেউ বাবার অঢেল সম্পত্তির, দামি গাড়ী আর অানকমন সব পোষাক-আষাক পরিধান করে আবার কেউ কোন রকম দিনাতিপাত করে টেনে হিঁচড়ে এতটুকু — এই তো গেল বড় লোক আর গরীবদের কথা! এদের মাঝেও একটা শ্রেণির জীবন কাল বড্ড ইন্টারেস্টিং সেটা হলো মধ্যবিত্ত জীবন-যাপন কিংবা মাঝারি ভাবে চলাফেরা করা ফ্যামেলি।
.
শৈশবের থেকে বড়ো হবার প্রভাব খানা বড়ো হওয়ার পরেও থেকে যায়। এই ধরেন ধনীর দুলাল সে আরও ধনী হতে চাইবে, গরীব কিংবা নিম্ন আয়ের আদলে বড়ো হওয়া সন্তানটা চাইবে এক নিমিষেই তার সকল দৈন্যতা ঘুচাতে — বাকি থেকে রইল মধ্যবিত্তরা এই পরিবারের একটা কমন জিনিস তাদের আর্থিক অবস্থার পরিবর্তন হয় খুব কম! তবুও তাদের স্বপ্নগুলো হয় ভিন্ন একদম আলাদা প্রকৃতির।
.
সমাজে থাকা প্রতিটি স্তরের মানুষই হন্যে হয়ে এক জিনিসের খোঁজে পেরেশান। রোদ-বান কিছুই তাদের ঠেকাতে পারে না। তাদের লক্ষ্য যে একটাই 'প্রতিষ্ঠিত' হওয়া। দেখুন এখানে প্রতিষ্ঠিত হওয়াকে আমি মোটেও খারাপ কিংবা মন্দ বলছি না। বলবও না। আমি তো বাস্তবতার নিরিখে দু'চারটে কথা বলেই সাড়ছি; তবে শোনোন,
.
আপনার কাছে প্রতিষ্ঠিত হওয়ার সংজ্ঞা কী? দেখুন তো আমার সাথে মিলে কিনা?
.
নিজের ইচ্ছে অনুযায়ী কোন ভালো ভার্সিটি থেকে গ্র্যাজুয়েশান শেষ করে, মোটা অঙ্কের বেতনের কোন প্রাইভেট কিংবা সরকারি জব। মাটিতে পা লাগানোর প্রয়োজন বোধ করি না — একটি ব্র্যান্ডেড কার। ডুপ্লেক্স বাড়ি সামনে সুইমিংপুল আর একটা গার্ডেন। আর জীবন সাথী হিশেবে পাওয়া বউ যেন হয় সব থেকে সুন্দরী। ব্যাংক ভর্তি অগণিত টাকা…
.
এটাই প্রতিষ্ঠিত হবার বাস্তব সংজ্ঞা। দেখুন স্বপ্নের সিঁড়িটা কিন্তু মোটেও জমিনে নেই লম্বা সেই সিঁড়িখানা এখন অভ্র ছুঁয়েছে প্রায়। প্রতি নিয়ত এই স্বপ্ন বুনন আপনার মস্তিস্ককে খাটিয়ে মারছে। মাকড়সার জালের ন্যায় সুক্ষ্ম পেঁচে পেঁচিয়ে পেঁচিয়ে ক্লান্ত হয়ে ওঠছে।
.
বড্ড মনে চায় — মস্তিস্কের বুনন কার্য এখানেই সমাপ্ত করতে। কিন্তু নাছোড়বান্দা কিছুতেই হাঁফ ছাড়তে নারাজ। কই আপনার মতোই বুননশীল কত মাথা হঠাৎ কাজ করা বন্ধ করে দিয়েছে আর চালু হয়নি সেই ভবিষ্যৎ জাল বোনা মেশিনটা। একটি বার একটি বার ভেবেছেন? যার পেছনে ছুটছেন সে কি আদৌ আপনার কিনা? নাকি নিছকই মায়া আর মরুর চোরাবালির হাতছানি কাছে গেলেই ধু ধু মরু ভূমি।
.
কিভাবে নিশ্চিত হলেন এই আপনিই এতকিছু করবেন? জবাবটা ভেবে দিয়েন। হ্যাঁ — এটাও মনে হতে পারে সবাই তো আর কম বয়সেই মারা যায় না। তাহলে বলতে হয়, আপনি যে বুড়ো হয়েই মারা যাবেন এটা আপনাকে কে জানাল? আছে কোন উত্তর? জানি নেই!
.
একটু দাড়ান যে ডুপ্লেক্স বাড়ির মেকি স্বপ্ন আপনাকে এতদিন বাঁচিয়ে রেখেছে হয়তো সেই বাড়ির স্বপ্ন পূরণ হবার আগেই আসল গন্তব্যে নিজের ঠিকানা হয়ে যেতে পারে। যে বাহনে চড়ার তীব্র আকাঙ্খা আপনাকে তাড়িয়ে মারছিল হয়তো লাশবাহী কোন গাড়ী কিংবা মাসজিদে রাখা খাটলা খানা আপনার অপূর্ণ সেই বি.এম.ডব্লিউ।
.
আর আপনার 'স্বপ্ন' গুলোর বাস্তবতা কতটুকু — যদি জানতে চান তাহলে কোরআনের এই আয়াতটি পড়ুন, তিনি বলেছেন,
.
“..আর কেউ জানে না আগামীকাল সে কী অর্জন করবে এবং কেউ জানে না কোন স্থানে সে মারা যাবে। নিশ্চয় আল্লাহ সর্বজ্ঞ, সম্যক অবহিত।” (সূরাহ লোকমান : ৩৪)
.
আপনার হাজারো আহ্লাদ গড়া স্বপ্নগুলো যেকোন সময় ভেঙ্গে চূর্ণবিচূর্ণ হয়ে যেতে পারে। যেখানে এতকিছু নিশ্চয়তার বিন্দুমাত্র গ্যারেন্টি নেই তাহলে কিসের পানে এই আকর্ষণ? এর থেকে ভালো আমি আমার চিরস্থায়ী এবং নিশ্চিত ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন বুনি। বুদ্ধিমানেরা তা ই করে।
.
“আর তিনি তাদের জন্য প্রস্তুত করেছেন জান্নাতসমূহ, যার তলদেশে নদী প্রবাহিত, তারা সেখানে চিরস্থায়ী হবে। এটাই মহাসাফল্য।” (সূরাহ আত-তাওবাহ : ১০০)
.
দুনিয়ার জীবনের ক্ষমতা, খ্যাতি-সম্মান আর অর্থ করি যেখানে মেকি বনে রয় আপনার রবের জান্নাত হলো চিরস্থায়ী যার আদি আছে অন্ত নেই। এতসব তোমার সফলতা নয় ভাই বরং কঠিন কেয়ামতের দিন, ইনসাফের বিচারের দিন শুধু মাত্র সুমহান আল্লাহ আযযা ওয়া জল্লা'র দয়া আর অনুগ্রহ দিয়ে যারা জান্নাতের পানে নিজেদের ঠিকানা করে নিবে — তারাই সফল! কোরআনের ভাষায় 'মহাসফল'।
.
হে আমার রব আমাদের মহাসাফল্যতা দান করো। তুমি আমাদের উপর রাজি ও খুশি হয়ে যাও। তোমার দয়ায় আমাদের মাফ করে দাও। আমীন!
▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂
.
লেখাঃ সিয়াম ভূঁইয়া (আল্লাহ্ তাকে উত্তম প্রতিদান দান করুন!)